রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

হাজী সেলিমের ছেলে এরফান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১৩:৫৯

নিজস্ব প্রতিবেদক:

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা -৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফানকে গ্রেফতার করেছে র‍্যাব।

গত রাতে (২৫ অক্টোবর) এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতেই এ ঘটনায় নৌবাহিনীর ওই কর্মকর্তা থানায় জিডি করেন। পরে আজ (২৬ অক্টোবর) ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এরফানের গাড়ি ওয়াসিফকে পেছন থেকে ধাক্কা দেয়ার পর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। এসময় গাড়ির ভেতর থেকে সবাই নৌবাহিনীর কর্মকর্তাকে গালাগালি করতে করতে নেমে আসে এবং তাকে মারধর করেন। এসময় নৌ-কর্মকর্তা ওয়াসিফের স্ত্রী বাধা দিতে গেলে তাকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়।

মামলায় মোট পাঁচটি ফৌজদারি অপরাধের ধারার কথা উল্লেখ করা হয়েছে। অপরাধগুলো হলো- দণ্ডবিধি ১৪৩, ৩৪১,৩৩২,৩৫৩ এবং ৫০৬ ধারায় প্রাণনাশের হুমকি দেয়ার।

এনএফ/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top