চুরি করতেই ইউএনওর ঘরে প্রবেশ, বাধা দেওয়ায় হামলা: র্যাব
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০, ২২:০৭
নিজস্ব প্রতিনিধি। নিউজফ্ল্যাশ৭১.কম
চুরির উদ্দেশ্যেই উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ঘরে প্রবেশ করেছিলো দুর্বৃত্তরা। এসময় তাদেরকে দেখে ফেলা এবং বাধা দেওয়ায় ওয়াহিদা এবং তার উপর হামলা চালানো হয়েছিলো বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন র্যাব-১৩ এর কর্মকর্তারা। তারা জানান, ইউএনওকে হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন প্রধান আসামী আসাদুল ইসলাম, সানটু ও নবীরুল এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিন আসামীর কাছ থেকে জানা গেছে, চুরির জন্য ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢুকেছিলো। এসময় ওয়াহিদা জেগে গিয়ে চুরিতে বাধা দেওয়ায় তার উপর হামলা চালানো হয়।
তবে শুধুমাত্র চুরির উদ্দেশ্যেই নাকি ভিন্ন কোন উদ্দেশ্যে তারা ঘরে ঢুকেছিলো, সেটি অধিকতর তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান র্যাব কর্মকর্তারা।
এমকে/এনএফ৭১
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।