ইরফানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা হবে: র্যাব মহা পরচিালক
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ২১:১২
গোপালগঞ্জ :
র্যাব মহা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মাদক মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের পুত্র ইরফান সেলিমকে ইতোমধ্যে সাজা প্রদান করা হয়ছে। নিয়মিত মামলার তদন্ত করতে গিয়ে তার বাসা থেকে অস্ত্র মাদক, ইলেকট্রিক ডিভাইসসহ বিভিন্ন মালামাল পাওয়া গেছে। এসব বিষয়েও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলনে র্যাব মহাপরিচালক।
সম্প্রতি দেশে র্ধষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া প্রসঙ্গে র্যাব ডিজি বলনে, এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকেরই আইনানুযায়ী বিচার হবে।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক র্অপণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি।
এনএফ/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।