বোমা তৈরির প্রশিক্ষক ফোরকান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২১, ২৩:৩২

বোমা তৈরির প্রশিক্ষক ফোরকান গ্রেপ্তার

অনলাইনে ‘দূরনিয়ন্ত্রিত বা রিমোট কন্ট্রোল বোমা’ তৈরির প্রশিক্ষণ দিচ্ছিল জাহিদ হাসান ওরফে বোমা জাহিদ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। রাজধানীর কাফরুল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরদিন সংবামাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিটিটিসির প্রধান পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি জানান, অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপ ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন এই জাহিদ (ফোরকান)।

তিনি জানান, গত কয়েক বছরে ১০-১২টি পুলিশ বক্সে বোমা হামলার চেষ্টা চালায় নব্য জেএমবির সদস্যরা। বোমাগুলো ছিল একই প্যাটার্নের। যারা বোমগুলো বানায় তাদের বিভিন্ন সময় অভিযানে গ্রেপ্তার করা হয়।

এরপর নতুন করে আবার খোঁজ মেলে একই প্যাটার্নের বোমার। ফলে তদন্তে নামে সিটিটিসি। তদন্তের একপর্যায়ে উঠে আসে নব্য জেএমবির সদস্য জাহিদের নাম। তিনিই অনলাইনে এমন বোমা তৈরি শেখান।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top