ভিয়েনায় হামলা: জড়িত সন্দেহে বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ১৩:৩৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অস্ট্রিয়ার ভিয়েনায় সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেপ্তার ১৪ জনের মধ্যে বাংলাদেশি দ্বৈত নাগরিক আছে বলে জানা গেছে। বিবিসি সূত্র জানিয়েছে এ বিষয়ে তথ্য জানিয়েছে রয়টার্সসহ অস্ট্রিয়ার গণমাধ্যম।

ভিয়েনার পুলিশ প্রধান গেরহার্ড পুয়ার্স্টেল সংবাদ মাধ্যমকে জানান, আটকদের মধ্যে কয়েকজনের বাংলাদেশ, উত্তর ম্যাসেডোনিয়া, তুরস্ক বা রাশিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তাদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।

গত সোমবার এক বন্দুকধারী ভিয়েনার প্রাণকেন্দ্রে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে। এ হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার (৩ নভেম্বর) তাদের পক্ষ থেকে দায় স্বীকার করে টেলিগ্রামে ছবিসহ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। হামলার ঘটনায় গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্তগুলো বিশ্লেষণ করা হচ্ছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top