মজনুর যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৯:০৮
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। রায়ে মামলার আসামি মজনুর যাবজ্জীবন কারাদণ্ড চায় রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামী মজনুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। আর তাই রায়ে আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা করা যাচ্ছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কৌঁসুলি আফরোজা ফারহানা আহম্মেদ অরেঞ্জ জানান, ১৩ কার্যদিবসে আমরা মামলার কার্যক্রম শেষ করেছি। মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এ মামলার রায় ঘোষণা হবে ১৯ নভেম্বর।
প্রসঙ্গত, ৫ জানুয়ারী রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণ করা হয়। আর সেই ধর্ষণের মামলায় অভিযুক্ত একমাত্র আসামির রায় ঘোষণা করা হবে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।