নয় কোটি টাকার সাপের বিষসহ আটক ২
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৯:৩২
গাজীপুর থেকে:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ পাচারকারী চক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (২৫ নভেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাদের তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ থানার দুধাল এলাকার মো. মামুন তালুকদার (৫১) ও গাজীপুরের কালিয়াকৈর থানার পূর্ব মৌচাক এলাকার মো. মামুন (৩৩)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার এ তথ্য জানান।
তিনি বলেন, আটক ব্যক্তিরা সাপের বিষ পাচারকারী চক্রের সদস্য। এর আগে ১৭ সেপ্টেম্বর এই চক্রের আরও কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও ৭-৮ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।