শিশু সামিউল হত্যার রায় ৮ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০, ১৮:৫০

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আদাবরে মায়ের পরকীয়ায় বলি শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি (৫) হত্যা মামলার রায় ২০ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে রায় ঘোষণার জন্য দিন ধার্য করলেও মামলার রায় প্রস্তুত না হওয়ায় বিচারক ২০ ডিসেম্বর রায়ের দিন ধার্য করেছেন।

এর আগে ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রায় ঘোষণার জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

এদিকে এ মামলার অন্যতম আসামী সামিউলের মা এশা জামিনে থাকলেও মঙ্গলবার (৮ডিসেম্বর) আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করেন আদালত। অপরদিকে প্রেমিক বাক্কু হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন। বর্তমানে বাক্কু ও এশা দুইজনই পলাতক।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top