গ্রিসে গুলিতে দুই বাংলাদেশি নিহত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৯
নিজস্ব প্রতিবেদক:
গ্রিসের রাজধানী এথেন্সে দুর্বৃত্তদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের দু’জনেরই বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সময় বেলা ১১টার দিকে আসপোগিরগো এলাকায় তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে গ্রিস পুলিশ। নিহতরা সেখানকার একটি কন্টেইনারে কর্মরত ছিলেন।
গ্রিস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন এই তথ্য জানিয়েছেন।
নিহত আব্দুল মমিন নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং অন্যজন একই গ্রামের নূর হোসেনের ছেলে শাহীন মিয়া।
গ্রিস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানান, দীর্ঘদিন ধরে আসপোগিরগো এলাকায় একটি কন্টেইনারে পাহাড়াদার হিসেবে কর্মরত ছিলেন আব্দুল মমিন। সম্প্রতি মমিনের এখানে এসে কাজে যোগ দেন শাহীনও। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একজনের মাথায় এবং অন্যজনের গলায় গুলি করে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।