রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

সাহেদকাণ্ড: ২৮ সেপ্টেম্বর অস্ত্র মামলার রায়

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৪:২২

ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায়ের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন বিচারক।

ঢাকার মহানগর নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ সেদিন এ রায় ঘোষণা করবেন।

উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রোববার (২০ সেপ্টেম্বর) বিচারক এই দিন ঠিক করেছেন বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল।

জালিয়াতিপ্রতারণায় আলোচিত সাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার মধ্যে উত্তরা পশ্চিম থানার অস্ত্র আইনের এই মামলার প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছে।

গত ২৭ অগাস্ট অভিযোগ গঠনের পর বেশ দ্রুততার সাথে মামলার কাজ এগিয়েছে। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর মধ্যে মোট ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মো.মনিরুজ্জামান জানান, মামলায় যে অস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে সে বিষয়ে সাহেদের কিছু জানা নেই। তাই এ মামলায় তিনি খালাস পাবেন বলে প্রত্যাশা তার।

কোভিড১৯ পরীক্ষা নিয়ে রিজেন্ট হাসপাতালের প্রতারণা জালিয়াতির ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় সাহেদকে।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top