বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন আপিলেও বহাল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৮

তৌফিক ইমরোজ খালিদি
ডেস্ক নিউজ:
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাই কোর্টের দেওয়া আগাম জামিন আটকাতে দুর্নীতি দমন কমিশনের করা আবেদন সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে যাওয়ায় তিনি জামিনেই থাকছেন।

হাই কোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারকের ভার্চুয়াল আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

আপিল বিভাগের এই বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী।

সর্বোচ্চ আদালতে দুর্নীতি দমন কমিশন পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে শুনানি করেন সাবেক দুই আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও আবদুল মতিন খসরু এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, ব্যারিস্টার মাহবুব শফিক। তাদের সাহায্য করেন অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার ও মোহাম্মদ এহসান হাবিব।

অসাধু উপায়ে’ সম্পদ অর্জনের অভিযোগে দুদক গত ৩০ জুলাই এই মামলা করে।  তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তৌফিক ইমরোজ খালিদী।

২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় দায়ের করা মামলাটির এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার ‘বৈধ কোনো উৎস’ দুদক পায়নি।

সূত্র: বিডিনিউজ২৪.কম

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top