মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

ইউরোপে পরিচিত বিউটি ইনফ্লুয়েন্সার হত্যাকাণ্ড: সাবেক প্রেমিকের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১১:২৪

ছবি: সংগৃহীত

পাঁচ দিন নিখোঁজ থাকার পর অস্ট্রিয়ার বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপারের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। পাইপারকে হত্যা করে তার সাবেক প্রেমিক স্লোভেনিয়ার ঘন জঙ্গলে স্যুটকেসে পুঁতে রাখেন। ঘটনা ছড়িয়ে পড়েছে অস্ট্রিয়া–স্লোভেনিয়ায়।

স্টাইরিয়ান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর একটি পার্টি থেকে ফেরার পর পাইপার নিখোঁজ হন। সামাজিক যোগাযোগমাধ্যমে মেকআপ, ফ্যাশন ও গান বিষয়ক কনটেন্টের জন্য তিনি বেশ জনপ্রিয় ছিলেন।

পাইপার পার্টি শেষে বন্ধুকে বার্তা পাঠিয়ে বাড়ি ফেরার কথা জানান। কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি জানান, “সিঁড়িঘরে কেউ লুকিয়ে আছে।” এরপর তার কোনও সন্ধান পাওয়া যায়নি। প্রতিবেশীরা সেই রাতে পাইপারের বাসা থেকে ঝগড়ার শব্দ শুনেছেন এবং সাবেক প্রেমিককে ভবনের ভেতরে দেখেছেন বলে দাবি করেন।

পরদিন, ২৪ নভেম্বর স্লোভেনিয়ার অস্ট্রিয়া সীমান্তের কাছে একটি পার্কিং লটে আগুনে পুড়তে থাকা লাল গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ির মালিক ছিলেন পাইপারের সাবেক প্রেমিক পিটার এম। সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করা হয়।

কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর পিটার এম. স্বীকার করেন, পার্টির পর তুমুল ঝগড়ার সময় তিনি পাইপারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার মাজস্পার্ক অঞ্চলের জঙ্গলে পুঁতে রাখেন। ২৮ নভেম্বর পুলিশ অভিযান চালিয়ে স্যুটকেস উদ্ধার করে এবং পাইপারের মরদেহ উদ্ধার করে।

স্টাইরিয়ান স্টেট পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অভিযুক্তের ভাই ও সৎ বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনাটি গোপন রাখার বা প্রমাণ নষ্ট করার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top