সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যার কারণ জানালেন ডিবি প্রধান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৮:২৮

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করার মূল কারণ ব্যবসা নিয়ে দ্বন্দ্ব—এ তথ্য জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান জানান, হত্যার জন্য মূল পরিকল্পনাকারী বিল্লাল ১৫ লাখ টাকা এবং মামলা-সংক্রান্ত দায়ভার নেওয়ার প্রতিশ্রুতিতে শুটার জিন্নাতকে ভাড়া করেছিলেন। পরে ৩-৪ লাখ টাকা এবং একটি মোটরসাইকেলের চুক্তিতে শুটার নিযুক্ত করা হয়। হত্যার আগের দিন প্রথম ভাড়া করা রিয়াজ মুসাব্বিরকে হত্যা করতে ব্যর্থ হন। পরে দায়িত্ব পান জিন্নাত।

তিনি আরও বলেন, ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী বিল্লাল, শুটার জিন্নাত, রিয়াজ এবং বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছেন।

মুসাব্বির নিহত হন ৭ জানুয়ারি, তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায়। ঘটনার পরদিন, ৮ জানুয়ারি, নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top