নুর ধর্ষক নয়, বিচার না করায় অভিযুক্ত করা হয়েছে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:১০
নিজস্ব প্রতিবেদক:
ভিপি নুরুল হক নূর ধর্ষক নয়, ধর্ষকদের বিচার না করায়, মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। এমনটা জানিয়েছেন মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রাজধানীর লালবাগ ও কোতোয়ালী থানায় করা দুটি মামলায় ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান আল মামুন ও নাজমুল হাসান সোহাগকে ধর্ষক হিসেবে অভিযুক্ত করে, নুরসহ কয়েকজনকে আসামি করা হয়।
অভিযোগকারী জানিয়েছেন, অভিযুক্তরা নুরের সংগঠনের নেতা হওয়ার কারণে ধর্ষণের বিচার চাওয়া হলেও নুর সেই বিচার বা কোন ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্তদের সাথে নুরকেও আসামি করা হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে বাদী জানান, মামলা করতে তাকে কেউ প্ররোচিত করেননি। কোনো রাজনৈতিক দলের প্রভাবেও মামলা করেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পরও, প্রক্টরের কাছে অভিযোগ না দিয়ে মামলার প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি এই শিক্ষার্থী।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।