সিনহা হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ডে ৩ আসামী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫০

সিনহা রাশেদ

নিজস্ব প্রতিবেদক। নিউজফ্ল্যাশ৭১.কম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার ঘটনায় পুলিশের করা  মামলার তিন সাক্ষী এবং র‍্যাবের মামলার আসামীদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় তিন দিনের হেফাজতে নিয়েছে র‌্যাব।

র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম (মামলার তদন্ত কর্মকর্তা) জানান, মঙ্গলবার বেলা সোয়া ১২টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার-৪) তামান্না ফারাহ এ আদেশ দেন।

তিন সাক্ষী হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মো. নেজামুদ্দিন।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ী তল্লাশীকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ।

এ ঘটনায় দায়ের করা পুলিশের মামলায় ওই তিনজনকে সাক্ষী করা হয়।  তবে, তাদেরকে গ্রেপ্তার করে সিনহার বোনের মামলায় আসামি দেখায় মামলার তদন্ত কর্মকর্তা।খাইরুল ইসলাম।  তিনি বলেন, দ্বিতীয় দফায় রিমান্ড শেষে তিনজনকে আদালতে হাজির করা হয় মঙ্গলবার।  এ সময় তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে চেয়ে আবেদন করলে বিচারক তিন দিন মঞ্জুর করেন।

এর আগে বেলা সকালে তিন আসামিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

গত ২০ অগাস্ট আদালত এসব আসামিকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।  এছাড়া, প্রথম দফায় গত ১৪ অগাস্ট তাদের সাত দিনের জন্য র‍্যাবের হেফাজতে নিয়েছিলো আদালত।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top