দেশে প্রতিদিন গড়ে ৩টির বেশি ধর্ষণ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০, ২২:৩৭

ছবি: প্রতীকী

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশে ৯৭৫ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সে হিসেবে দেশে প্রতিদিন গড়ে ৩টিরও বেশি ধর্ষণের সংঘটিত হয়েছে।

গত নয় মাসের মধ্যে জুন মাসে সর্বাধিক ১৭৬ টি ধর্ষণ এবং ৩৯ টি গণধর্ষণের ঘটনা ঘটেছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

আসকের হিসাবে এই নয় মাসে গণধর্ষণের শিকার হয়েছেন ২০৮ জন নারী। এছাড়া ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪৩ জন নারী। আর আত্মহত্যা করেছেন ১২ জন নারী।

সংস্থাটির তথ্য বলছে, একই সময়ে যৌন হয়রানির শিকার হয়েছেন ১৬১ নারী। যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছেন তিন নারী এবং ছয় পুরুষ।

আসক জানায়, এ সময়কালে দেশে যৌন হয়রানি ও সহিংসতা, ধর্ষণ ও হত্যা, পারিবারিক নির্যাতন, যৌতুকের জন্য নির্যাতন, গৃহকর্মী নির্যাতন, এসিড নিক্ষেপসহ নারী নির্যাতনের অনেক ঘটনা ঘটেছে।

গত ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া এক তরুণী  ধর্ষণের শিকার হন। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনার রেশ না কাটতেই নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। এ ঘটনায় অভিযুক্ত চারজন গ্রেপ্তার হয়েছে।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top