বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের গাড়িতে ফের হামলা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০, ১৯:২৪

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-৫ উপ-নির্বাচনে প্রচারণার সময় ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের গাড়িতে ফের হামলা হয়েছে। হামলার জন্য আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থকদের দায়ি করেছেন সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে নির্বাচনী গণসংযোগ শেষে যাত্রাবাড়ীতে প্রধান নির্বাচনী অফিসে ফেরার পথে ডেমরা বামৈল ব্রিজের উপর তার গাড়িতে হামলা হয়। এতে সালাহউদ্দিন আহমেদ অক্ষত থাকলেও তার গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

সালাহউদ্দিনের অভিযোগ, ছাত্রলীগ-যুবলীগের ১৫-২০ জন নেতাকর্মী মিছিলসহ হঠাৎ দৌড়ে এসে অতর্কিত হামলা চালায়। নির্বাচনী প্রচারণায় এ হামলার ক্ষোভ ও নিন্দা জানান বিএনপির প্রার্থী।

আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে নাবালক ও অর্বাচীন উল্লেখ করে তিনি বলেন, মনু আমাকে বহিরাগত বলে অপপ্রচার চালানোর পাশাপাশি আমার গণসংযোগে হামলা চালাচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) ডেমরার বামৈল ব্রিজ থেকে শুরু করে বামৈল বাজার, ডগাইর নতুনপাড়াসহ কয়েকটি এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top