শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার ইয়াবা জব্দ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৯:০৩
নিজস্ব প্রতিবেদক:
সৌদিগামী গার্মেন্টসের রফতানি পণ্যের চালানের ৩টি কার্টন থেকে এক কোটি টাকা মূল্যের ৩৮ হাজার ৯শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে সকালে এসব ইয়াবা জব্দ করা হয়। ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন।
পণ্যের চালানটি আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তকে জানানো হয়। এরপর তাদের প্রতিনিধি এসে ইয়াবার বিষয়টি নিশ্চত করেন।
জানা গেছে, বিল অব এক্সপোর্ট অনুযায়ী পণ্য চালানের রফতানিকারক এমএস সিয়াম অ্যান্ড সমি এন্টারপ্রাইজ এবং ঠিকানা ব্যবহার করা হয়েছে খিলগাও পশ্চিমপাড়া। আমদানিকারক হিসেবে লেখা রয়েছে সৌদি আরবের অ্যাপরিজ ইন্টারন্যাশনাল ইস্টের নাম। এছড়া, ঠিকানা দেয়া আছে রিয়াদের আল ওয়াজির ট্রেডিং সেন্টারের।
এ বিষয়ে কাস্টম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন, মারুফুর রহমান। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এনএফ/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।