ভাবিকে শায়েস্তা করতেই ভাতিজিকে হত্যা কিশোরী ফুফুর

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ২৩:৩৪

শিশু সানজিদা (ছবি: সংগৃহীত)

কুষ্টিয়া প্রতিনিধি:

গত ১৮ অক্টোবর (রোববার) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে শৌচাগার থেকে উদ্ধার করা হয় ৬ বছরের শিশু সানজিদার মরদেহ। এ ঘটনার রহস্য উদঘাটনের দাবি করে পুলিশ জানিয়েছে পারিবারিক দ্বন্দ্বের জেরে শিশুটির কিশোরী ফুফুই তাকে শ্বাসরোধে হত্যা করেছে।

 

এ ঘটনায় শিশু সানজিদার ফুফুকে (১৫) আটক করেছে পুলিশ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সে কুষ্টিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে।

টানা ৯ ঘণ্টা তদন্ত শেষে রাত ৩টার দিকে তারা নিশ্চিত হন- শিশুটির আপন ফুপুই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং রাতেই তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শিশুটির পরিবারের সব সদস্যদের সারাদিনের চাল-চলনের বিষয়ে নানা কথা শোনা হয়। সবাই স্বাভাবিক আচরণ করছিলেন। রাত ১২টার দিকে আকতার হোসেন নামের ওই এলাকার এক ব্যক্তি পুলিশকে জানান যে, ওই বাড়ির এক কিশোরীকে তিনি বিকেলের দিকে পরিত্যক্ত শৌচাগার থেকে বের হতে দেখেছেন।

এমন তথ্য পেয়ে সানজিদার কিশোরী ফুপুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে সে শিশুটিকে হত্যার কথা স্বীকার করে।

পুলিশের দাবি, ঘাতক কিশোরী ফুপু তাদের জানায় যে, সানজিদার মা তার (কিশোরী) প্রেমের সম্পর্ক নিয়ে সব সময় কটূক্তি করতেন। ঘটনার দিন সকালেও সানজিদার মায়ের সঙ্গে ওই কিশোরির কথাকাটাকাটি হয়। সানজিদার মাকে শিক্ষা দিতেই সে এই হত্যার পরিকল্পনা করে।

এনএফ/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top