শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বিচার শুরু হলো ডিআইজি মিজানের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৯:৪৮

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকায় বিচারক আসিফুজ্জামানের আদালতের আদেশে অবৈধ ভাবে সম্পদ আয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিচার শুরু হয়েছে।

দুনীতি দমন কমিশন (দুদক) আইনজীবী মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

একই সাথে তার স্ত্রী রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগনে মাহমুদুল হাসানেরও বিচারকার্য শুরুর নির্দেশ দেন বিজ্ঞ আদালত। এর মধ্যে মাহমুদুল হাসান রাজধানীর কোতোয়ালি থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

স্পেশাল জজ কে এম ইমরুল কায়েছ ২ সেপ্টেম্বর মামলাটি প্রস্তুত হওয়ায় তা ঢাকার বিশেষ জজ-৬ আদালতে বদলির আদেশ দেন। সাথে মামলার শুনানির দিন ২৪ সেপ্টেম্বর ধার্য করা হয়।

এর আগে মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গোপনে বিয়ে করে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীকে গ্রেফতার করানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তাছাড়াও নারী নির্যাতনের অভিযোগে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে পাঠানো হয়।

দুদক কর্মকর্তার সঙ্গে ঘুষ লেনদেনের বিষয়টি সামনে আসলে ৫ জুন মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয় এবং গ্রেফতার দেখিয়ে শাহবাগ থানায় নেয়া হয়।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top