ঢাকার বায়ু আজ ‘খুব অস্বাস্থ্যকর’

Nasir Uddin | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৫, ১১:৩৯

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর’

দুষিত বাতাসের শহরের তালিকায় আজও পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। স্কোর ২১৮ থকায় এই শহরের বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’। বুধবার (১০ জানুয়ারি) বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী এই তথ্য জানা যায়।

এদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে আছে মিশরের কায়রো। যার স্কোর ২৭৮। ফলে এই শহরের বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। ২৬০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পাল , তৃতীয় অবস্থানে থাকা ভারত দিল্লির স্কোর ২৫৫। আর স্কোর ২৫১ নিয়ে চতুর্থ আবস্থানে রয়েছে ভারত কলকাতা। এই শহরগুলোও বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top