তীব্র ডলার সংকটে অর্থবাজার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ০৫:০০
বাজারে প্রকট আকার ধারণ করেছে ডলারের সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আরও এক দফা বেড়েছে এর দাম। আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলার বিক্রি হচ্ছে ৮৫ টাকা ৮০ পয়সা দরে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিক্রি করছে ৮৫ টাকা ৮০ পয়সা দরে।
আন্তঃব্যাংকে ডলারের দাম বাড়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোতেও এর সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য সব বৈদেশিক মুদ্রার দাম বেড়েছে। এক সপ্তাহ আগে প্রতি ডলারের দাম ছিল ৮৫ টাকা ৭৫ পয়সা। এখন তা ৫ পয়সা বেড়ে ৮৫ টাকা ৮০ পয়সা হয়েছে। গত বছরের একই সময়ে প্রতি ডলারের দাম ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। আলোচ্য সময়ে বেড়েছে ১ টাকা। শতকরা হিসাবে বেড়েছে ১ দশমিক ১৮ শতাংশ।
এদিকে ব্যাংকগুলোর ডলারের চাহিদা মেটাতে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাজারে ছেড়েছে ১৮২ কোটি ২০ লাখ ডলার। এর বিপরীতে বাজার থেকে তুলে নিয়েছে কেন্দীয় ব্যাংক গড়ে ১৫ হাজার ৫০০ কোটি টাকা। এর পরও বাজারে কাটছে না ডলারের সংকট।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ডলার সংকট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।