মুন্না খান-ববি অভিনীত ‘তছনছ’ সিনেমার টিজার দেখে নেটিজেনদের সমালোচনার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৫
কাতার প্রবাসী ব্যবসায়ী, প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খান এবং নায়িকা ববি অভিনীত ‘তছনছ’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার রাতে মুন্না খান মাল্টিমিডিয়ার ইউটিউবে টিজারটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।
টিজারে দেখা যায় বাইকে চড়ে দুজন গ্লাস ভেঙে ঘরে প্রবেশ করছেন এবং এরপর ধুমধাড়াক্কা ফাইটের দৃশ্য শুরু হয়। ভয়েস ওভারে বলা হয়, “নাম আমার বাদশা। বাদশা কখনও আকাশের চাঁদ ধরে না, চাঁদকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে।” এছাড়া নায়িকা ববি, মিশা সওদাগর, দীপা খন্দকারসহ সকলের ঝলমলে উপস্থিতি এবং নাচের দৃশ্যও টিজারে রয়েছে।
নেটিজেনরা টিজার দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এতো কাচ ভাঙার আয়োজন কেন?”, কেউ আবার বলেছেন, “ফাইটটি ভালো হয়নি, লোকাল ছেলেদের মতো করতে পারতেন।” অনেকেই সিনেমার প্রযোজনা ও টিজারকে “ফালতু” বা “ভুয়া” হিসেবে উল্লেখ করেছেন।
মুন্না খানের আগের সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’ এবং এবার বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমার প্রযোজনায় প্রায় তিন কোটি টাকা খরচ হয়েছে। আগামী ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
মুন্না খান টিজার প্রকাশের আগে বলেন, “আপনারা অবশ্যই আলোচনা ও সমালোচনা করবেন। আপনারা যে আলোচনা করবেন, তা আমাকে অনেক কিছু শিখাবে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।