ডলারের মন্দায় আবারো বেড়েছে স্বর্ণের দাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৪:১৯
মার্কিন অর্থনীতির দুর্বলতার প্রভাব বিশ্ব বাজারে স্পষ্টভাবে পড়ছে। বিনিয়োগকারীরা ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা জানতে পেরে আবারও স্বর্ণে আগ্রহী হচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১০ নভেম্বর) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে।
ভারতের শীর্ষস্থানীয় পণ্য এক্সচেঞ্জ এমসিএক্স জানিয়েছে, স্বর্ণের দাম ১ শতাংশ এবং রুপার দাম ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অক্টোবরের রেকর্ডের পর সাময়িকভাবে কমে যাওয়া স্বর্ণের দাম সাম্প্রতিক মার্কিন অর্থনীতির দুর্বলতা ও সম্ভাব্য সুদের হার হ্রাসের প্রত্যাশায় আবার ঊর্ধ্বমুখী হয়েছে।
মার্কিন চাকরির বাজারে অচলাবস্থা এবং ভোক্তা আস্থার পতনের ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। সোমবার মার্কিন স্থানীয় বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ১.৪% বেড়ে প্রতি আউন্স ৪,০৫৩.৪০ ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশে এই প্রভাব এখনও সীমিত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১ নভেম্বর ২ লাখ ১,৭৭৬ টাকায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা সোমবারও সমন্বিত মূল্যে বিক্রি হচ্ছে। তবে ভারতের বাজারে প্রভাব বেশি পড়ছে; এমসিএক্স-এর অনুমান, ডিসেম্বর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি ১০ গ্রামে ১,২২,৭০০ রুপিতে পৌঁছাতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।