অর্থনীতি ধীরগতির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১০:২৭
মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি কমতে পারে—এমন আশঙ্কায় বিশ্ববাজারে আবারও লাফিয়ে বেড়েছে স্বর্ণের দাম। বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ায় সোমবার (১০ নভেম্বর) আউন্সপ্রতি দাম ছাড়িয়েছে ৪ হাজার ৭৯ ডলার।
বিস্তারিত:
রয়টার্স জানায়, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ৪,০৭৯.৪৯ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি এবং গত ২৭ অক্টোবরের পর সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের জন্য দাম দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪,০৮৭.৮০ ডলার। একই দিনে ডলারের বিনিময় হার কমেছে ০.১ শতাংশ।
রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, “ডলারের দরপতন ও ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।”
গত সপ্তাহে প্রকাশিত অর্থনৈতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অক্টোবরে সরকারি ও খুচরা খাতে কর্মসংস্থান কমেছে। প্রতিষ্ঠানগুলো ব্যয় সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার বাড়ানোর কারণে কর্মী ছাঁটাই করছে।
এছাড়া ভোক্তা আস্থা নেমেছে তিন-দেড় বছরের সর্বনিম্ন পর্যায়ে, যা দীর্ঘ সরকারি অচলাবস্থার (শাটডাউন) প্রভাব বলে মনে করছেন বিশ্লেষকরা।
রোববার মার্কিন সিনেট শাটডাউন সমাধানে আংশিক অগ্রগতি দেখালেও অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট সতর্ক করে বলেছেন, এই অচলাবস্থা অব্যাহত থাকলে চলতি বছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি নেতিবাচক হতে পারে।
এমন পরিস্থিতিতে বাজার বিশ্লেষকরা ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা ৬৫ শতাংশ ধরে নিচ্ছেন।
জিগার ত্রিবেদীর মতে, স্বর্ণের দাম আরও বাড়তে পারে—আউন্সপ্রতি ৪,১২০ থেকে ৪,১৩০ ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এদিন শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম বেড়ে আউন্সপ্রতি ৪৯.৯১ ডলার (৩.৩ শতাংশ বেশি), প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১,৫৭৬.২৫ ডলার, আর প্যালাডিয়ামের দাম বেড়ে ১,৪০৩.৬৩ ডলারে পৌঁছেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।