নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা; ফ্রেমওয়ার্ক দেবে অন্তর্বর্তী সরকার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৮:০০
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের সময় এটা করতে পারব কি না—এটা কিছুটা অনিশ্চিত।
তিনি জানান, পে কমিশনের কাজ অত্যন্ত জটিল। সিভিল পে-কমিশন ও সামরিক বাহিনীর জন্য আলাদা কমিশন—এই তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলোকে সমন্বয় বা ‘রিকনসাইল’ করতে সময় লাগে।
শুধু রিপোর্ট পাওয়াই শেষ নয়, এর পরে সচিব কমিটি দেখবে এবং অর্থ বিভাগসহ অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার চেষ্টা করছে এই সময়ের মধ্যে রিকনসাইল করা গেলে করবে। তবে তারা মোটামুটি একটি ফ্রেমওয়ার্ক তৈরি করে যাবেন, যাতে পরবর্তী সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নেয়।
তিনি আরও জানান, এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় বিষয় হলো অর্থের সংস্থান। পে-স্কেল ঝুলে গেলে অসন্তোষ সৃষ্টি হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাতে ক্ষোভ সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত এবং সরকারি চাকরিজীবীদের একটু ধৈর্য ধরতে হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।