বিশ্ববাজারে রূপা, স্বর্ণ ও প্লাটিনামের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৭
বিশ্ববাজারে মূল্যবান ধাতু রূপা, স্বর্ণ ও প্লাটিনামের দাম নতুন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রূপার দাম ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৮.৫৩ ডলারে পৌঁছেছে। অন্যদিকে স্বর্ণের স্পট মূল্য রেকর্ড ৪,৫৪৯.৭১ ডলার/আউন্সে এবং প্লাটিনামের দাম ২,৪৫৪.১২ ডলার/আউন্সে পৌঁছেছে।
এছাড়া, প্যালাডিয়ামের দামও ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৯২৪.০৩ ডলার/আউন্সে ওঠেছে।
বিশ্লেষকেরা মনে করছেন, স্বর্ণ বিনিয়োগ থেকে রূপা ও প্লাটিনায় তহবিলের প্রবাহ, শিল্পে চাহিদা বৃদ্ধি, সরবরাহ সীমিততা এবং শুল্ক-সংক্রান্ত অনিশ্চয়তা এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।
বিশেষত প্লাটিনাম ও প্যালাডিয়াম গাড়ির ক্যাটালিটিক কনভার্টারে ব্যবহৃত হয়। চলতি বছর প্লাটিনামের দাম প্রায় ১৬৫ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: রয়টার্স
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।