স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩ হাজার ৪৫২ টাকা
বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম রোববার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি):
-
২২ ক্যারেট: ২,১৫,৫৯৭ টাকা
-
২১ ক্যারেট: ২,০৫,৮০০ টাকা
-
১৮ ক্যারেট: ১,৭৬,৩৯৫ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৪৬,৮৩৮ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে সর্বশেষ ১১ ডিসেম্বর ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।
চলতি বছরে স্বর্ণের দাম সমন্বয়
চলতি বছরে এখন পর্যন্ত ৮৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে:
-
দাম বেড়েছে: ৫৮ বার
-
দাম কমেছে: ২৭ বার
অন্যদিকে, ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল।
রুপার দামও বেড়েছে
স্বর্ণের সঙ্গে এবার রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৭২ টাকা।
নতুন রুপার দাম (প্রতি ভরি):
-
২২ ক্যারেট: ৪,৫৭২ টাকা
-
২১ ক্যারেট: ৪,৩৬২ টাকা
-
১৮ ক্যারেট: ৩,৭৩২ টাকা
-
সনাতন পদ্ধতি: ২,৭৯৯ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম সমন্বয় করা হয়েছে ১০ বার, এর মধ্যে বেড়েছে ৭ বার।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।