শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

চাঁদা না পেয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৬

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাঁদার টাকা না পেয়ে এক যুবককে দীর্ঘ সময় ধরে বেঁধে রেখে গুরুতরভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত-শিবিরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাট এলাকায়।

আহত যুবকের নাম আবু সুফিয়ান সিজু (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর-বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন ব্যক্তি সিজুকে ধরে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে দীর্ঘ সময় ধরে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা ভয়ে এগিয়ে যেতে না পারলেও, হামলাকারীরা তাকে মৃত ভেবে রেখে চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

প্রথমে সিজুকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজু অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী তাকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে নির্যাতন করে। তিনি এই ঘটনায় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top