বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

জানুয়ারির প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬৮.৯ শতাংশ

বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৫

ছবি: সংগৃহীত

জানুয়ারির প্রথম ১২ দিনে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৬৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

গত বছর এই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ৮৬৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা মোট ১৭ হাজার ৭২৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৪ হাজার ৬৪১ মিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা মনে করছেন, বৈদেশিক রেমিট্যান্স বৃদ্ধি দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রা মজুত বাড়াতে সহায়ক হবে।

সূত্র: বাসস



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top