বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসির সম্ভাবনায় ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন- ট্রাম্প

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৪০

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকারবিরোধী গণ-আন্দোলন দমন করতে যদি কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করা শুরু করে, যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তারা যদি এমন কিছু করে, আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব।”

ট্রাম্পের মন্তব্য আসে এমন সময়, যখন ওয়াশিংটনের কৌঁসুলিরা জানিয়েছেন যে সাম্প্রতিক বিক্ষোভে গ্রেপ্তার কিছু ব্যক্তির বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অভিযোগে মৃত্যুদণ্ডযোগ্য মামলা করা হতে পারে। বিশেষ করে তেহরানের উপশহর কারাজে গ্রেপ্তার হওয়া যুবক এরফান সোলতানি (২৬)-কে ইতোমধ্যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার ফাঁসির সম্ভাবনা বুধবারের মধ্যে থাকতে পারে।

এক ভিডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা হাজার হাজার মানুষকে হত্যা করছে এবং এখন ফাঁসির কথা বলছে। দেখা যাক, এর পরিণতি তাদের জন্য কেমন হয়।” তিনি আরও জানান, ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা এখনো নিশ্চিত নয়।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, বিক্ষোভ দমনে অন্তত ৭৩৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত, তবে প্রকৃত সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছেন যে, ইরান কর্তৃপক্ষ দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ডের পথে হাঁটতে পারে।

ট্রাম্প মিশিগানে একটি উৎপাদন কারখানা পরিদর্শনকালে বলেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য ‘সহায়তা আসছে’, এবং পরিস্থিতি সম্পর্কে তিনি শিগগিরই ব্রিফিং পাবেন।

সূত্র: আল-আরাবিয়া



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top