জীবনমান উন্নয়নে বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মে ২০২১, ০১:৪৫
করোনাভাইরাস মহামারিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে দুটি প্রকল্পের আওতায় বাংলাদেশকে ৬০ কোটি ডলার সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বোর্ড।
শুক্রবার (২১ মে) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেকারত্ব দূরীকরণে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেড় মিলিয়নের বেশি দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীকে সহায়তার জন্য বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে। এছাড়া বিশেষত নারী ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলার জন্য উদ্যোক্তা সুযোগগুলোকে সহায়তা করবে।
৬০ কোটি ডলারের মধ্যে অর্থনৈতিক রূপান্তর (এএসএসইটি) প্রকল্পরে জন্য ৩০ কোটি ডলার এবং ৩০ কোটি ডলার রেসিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ এবং লাইভলিভ ইমপ্রুভমেন্ট (আরএলআই) প্রকল্পের মাধ্যমে ২০টি জেলার ৩ হাজার ২০০ গ্রাম জুড়ে প্রায় ৭ লাখ ৫০ হাজার দরিদ্র ও দুর্বল গ্রামীণ মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সহায়তা করবে। দুটি প্রকল্পের মেয়াদকাল ৫ বছরসহ গ্রেস পিরিয়ড রয়েছে বলে জানায় বিশ্বব্যাংক।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।