করোনায় স্থগিত হলো কলকাতা চলচ্চিত্র উৎসব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০৬:০৫
করোনার কারণে স্থগিত হলো ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব। পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে করোনা সংক্রমণের হার দিন দিন বাড়চ্ছে। সেই বিষয়টি মাথায় রেখেই স্থগিত রাখা হয়েছে চলচ্চিত্র উৎসব। ৭ জানুয়ারি (শনিবার) থেকে চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কথা ছিলো। চলচ্চিত্র উৎসবের পরবর্তি তারিখ এখনও জানানো হয়নি।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে সিনেমা প্রেমীদের মধ্যে আবার করোনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসব কমিটির বহু ব্যক্তিত্বই করোনা আক্রান্ত হওয়ায় আপাতত ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিলো চলচ্চিত্র উৎসব। আবার কবে চলচ্চিত্র উৎসব হবে, তা পরে জানানো হবে।
চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন। করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগে কথা বলেন পরিচালক রাজ চক্রবর্তী। তারপরেই চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, করোনার আবহের মধ্যেই গত বছরও ভার্চ্যুয়ালে কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছিল। কলকাতার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৯৫ সাল থেকে চলে আসছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: কলকাতা চলচ্চিত্র উৎসব করোনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।