চাঁদাবাজকে ৫ কিলো টেনে নিয়ে গেলেন চালক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯
চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন ট্রাকচালকরা। এরই জেরে এক চালকের প্রতিবাদী আচরণে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। চাঁদা দাবি করায় এক দালালকে প্রায় পাঁচ কিলোমিটার পথ চলন্ত ট্রাকের সঙ্গে ঝুলে থাকতে হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশে গত বছরের ১ জুলাই থেকে পরিবহন দপ্তরের চেকপোস্ট আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় এখনো অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও গুজরাট সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাকচালকদের অভিযোগ, কাগজপত্র যাচাইয়ের অজুহাতে প্রকাশ্যে টাকা দাবি করা হচ্ছে।
এমন পরিস্থিতিতেই মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ঘটে যায় আলোচিত ঘটনাটি। হনুমানা আরটিও চেকপোস্ট থেকে রেওয়ার মধ্যবর্তী এলাকায় এক ট্রাকচালকের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেন এক বেসরকারি দালাল। টাকা দিতে অস্বীকার করলে হয়রানির হুমকি দেওয়া হয়।
জানা গেছে, ট্রাকচালক সুমিত প্যাটেল হনুমানা থেকে রেওয়ার দিকে যাচ্ছিলেন। পথে আরটিও চেকপোস্টের কাছে দালালটি তার ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাইয়ের নামে টাকা দাবি করে। সুমিত টাকা দিতে অস্বীকার করলে দালালটি জোর করে ট্রাকে উঠে পড়ে।
অতিরিক্ত হয়রানির আশঙ্কায় ট্রাক চালিয়ে যান সুমিত। এতে প্রাণ বাঁচাতে প্রায় পাঁচ কিলোমিটার ধরে চলন্ত ট্রাকের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায় ওই দালালকে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে আতঙ্কিত দালাল চালকের পা ছুঁয়ে ক্ষমা চাইতে থাকেন এবং ট্রাক থামানোর অনুরোধ করেন। পরে কয়েক কিলোমিটার পর তাকে নামতে দেওয়া হয়। এ ঘটনায় গুরুতর কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ট্রাকচালকদের অভিযোগ, হনুমানাসহ জেলার বিভিন্ন চেকপোস্ট এলাকায় দালালদের মাধ্যমে অবৈধ চাঁদা আদায় নিয়মিত ঘটনা। কাগজপত্রে ত্রুটি দেখানোর ভয় দেখিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করা হয়। টাকা দিতে অস্বীকার করলে ঘণ্টার পর ঘণ্টা হয়রানির শিকার হতে হয়।
এ বিষয়ে সুমিত প্যাটেল জানান, আগেও তাকে চেকপোস্টে টাকা দিতে বলা হয়েছে, তবে এবার হুমকি ও চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে প্রতিবাদ করতে বাধ্য হন তিনি। ট্রাকচালকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা বা অবহেলা ছাড়া এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলতে পারে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।