রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে দুই দফা দাবি ইনকিলাব মঞ্চের

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে দুই দফা দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদির খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত হত্যাকাণ্ডের বিচারের জন্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।

আরও বলা হয়, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। রোববারের সংবাদ সম্মেলনে এসব বিষয়ে যথোপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কে পদত্যাগ করতে হবে বলেও দাবি জানানো হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top