• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাবাকে হারিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন স্ট্যাটাস

নিশি রহমান | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০২:৫৭

চঞ্চল চৌধুরী ও তার বাবা

সদ্য বাবাকে হারিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বাবাকে তিনি যে কতটা ভালোবাসতেন তা তার ভক্ত-অনুসারীরা জানেন। চঞ্চল তার বাবাকে নিয়ে শৈশব স্মৃতিসহ বিভিন্ন ধরনের কথা প্রায় নিয়মিত লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বাবাকে হারানোর পরও এর ব্যতিক্রম হলো না। নিজের মনোবেদনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। লিখলেন, গত ২৭ ডিসেম্বর রাতে, বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তার শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেল এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে।

চঞ্চল আরও লেখেন, ‘সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গেছিলাম যে, বাবাকেই তো নদীর পাড়ে রেখে এসেছি। সারারাত দুই চোখের পাতা এক করতে পারিনি। সারা বাড়িময়, ঘরময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছেন। এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবে, “চঞ্চল... বাবা ঘুমাইছো?”

যখন এ কথাগুলো লিখছি, শীতের এই সকালে, বাবার শালটাই আমার শরীরে জড়ানো। যে জায়গায় রোদে বসে আছি, এ জায়গায় বসেই বাবা রোদ পোহাতো। রোদের উষ্ণতা নয়,বাবার শরীরের কোমল উষ্ণতা খুঁজে ফিরছি এখন, বাকি জীবনটা হয়তো এভাবেই খুঁজতে হবে।'- এভাবেই বাবার প্রতি সন্তানের অগাধ ভালোবাসার কথা যেন চোখের জলেই লিখলেন শক্তিমান এই অভিনয়শিল্পী।

শেষে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখলেন, বাবার প্রয়াণে যে সকল সুহৃদ আমাদের নানাভাবে সমবেদনা জানিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top