শতবর্ষের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’

রাজিউর রাহমান | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ২২:৫৪

ছবি: সংগৃহীত

১৯২০ থেকে ২০১০- মোট দশটি দশকের সেরা সিনেমা বাছাই করেছে বিখ্যাত টাইম ম্যাগাজিন। এতে ১৯৫০-এর দশকের সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ‘পথের পাঁচালী’। পুরো এক শতাব্দীর এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা।

ছবিটি নিয়ে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, “আর্থিক সংকটের কারণে কলকাতায় জন্ম নেওয়া সত্যজিৎ রায়ের তিন বছর লেগেছিল তাঁর প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’র কাজ শেষ করতে। এটি ওই সব সিনেমার মধ্যে একটি, যেগুলো সমস্ত বাধা ডিঙিয়ে কালজয়ী হয়েছে, সেই সঙ্গে পৃথিবীর ইতিহাসে যেকোনো ভাষায় নির্মিত অন্যতম সুন্দর সিনেমা।”

সেরার তালিকায় জায়গা পাওয়া অন্য সিনেমাগুলো হলো- ‘দ্য ব্যান্ড ওয়াগন’, ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’, ‘সেভেন সামুরাই’, ‘নাইটস অব ক্যাবিরিয়া’, ‘ভার্টিগো’, ‘দ্য ৪০০ ব্লোস’, ‘লিমিটেশন অব লাইফ’, ‘রিও ব্রাভো’ ও ‘সাম লাইক ইট হট’।

চলচ্চিত্র সমালোচক স্টিফেনি জাচারাক বলেছেন, ‘প্রশ্ন হতে পারে আমি কীভাবে এই ১০০ টি চলচ্চিত্র বেছে নিলাম?’ তিনি বলেছেন, ‘আসলে আমি এই চলচ্চিত্র গুলি বেছে নিতে নিজেকে ৫০ বছরেরও বেশি সময় দিয়েছি। এই সিনেমা গুলি আমার হৃদয় জয় করে নিয়েছে। যে কারণেই হোক, তারা আমায় গভীরভাবে স্পর্শ করেছে।

"পথের পাঁচালী" এমন একটি সিনেমা, যা পুরো বিশ্বচলচ্চিত্র কাঠামোকেই তৎকালীন সময়ে বদলে দিয়েছিলো। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি এখনো বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে সমুজ্জল, অম্লান।

উপমহাদেশের শক্তিমান নির্মাতা সত্যজিৎ রায়ের জাদুকরী এই সিনেমাটি নির্মিত হয়েছিলো বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের "পথের পাঁচালী" উপন্যাস অবলম্বনে।

বাংলা ভাষার সিনেমায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল এই ‘পথের পাঁচালী’র মাধ্যমে। যা যুগের সীমানা অতিক্রম করে সেরার তালিকায় উজ্জ্বল হয়ে আছে।

গেলো বছরের অক্টোবরে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেস্কি)-র জরিপে ভারতের সর্বকালের সেরা সিনেমার খেতাব পেয়েছে ‘পথের পাঁচালী’। এবার এলো আন্তর্জাতিক স্বীকৃতি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top