শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

লায়লার বাসায় মামুন, গোপন ভিডিও ভাইরাল, কে কাকে ফাঁসালো এবার?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৫:৫৬

ছবি: সংগৃহীত

দুজনেই জনপ্রিয় টিকটকার। সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় প্রিন্স মামুন ও লায়লা। অসম প্রেম নিয়েও দেশজুড়ে বেশ আলোচনায় ছিলেন তারা। কিন্তু হঠাৎই ঘটে প্রেমের ছন্দপতন। তাদের বিচ্ছেদ গড়ায় আদালত পর্যন্ত। প্রেম ভালোবাসা দ্বন্দ্ব মামলা- সব মিলিয়ে আবারও সমালোচনায় বিদ্ধ হন লায়লা ও মামুন।

সম্পর্ক যখন চরম অবনতিতে তখন মামুনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন লায়লা। করেন ধর্ষণ মামলা। এরপর আদালতেই মুখোমুখি হন দুজন। পরে লায়লার করা মামলায় জামিন পান মামুন।

তবে কিছুদিন যেতে না যেতেই আবার একসঙ্গে দেখা মিলল দুজনের! একে অন্যকে ক্ষমা করার ঘোষণাও দিলেন তারা। সবাইকে চমকে দিয়ে আবার একসঙ্গে সামনে এলেন আলোচিত এ জুটি। কিন্তু ঝড় তো থামলো না। সব যেন দুমড়ে মুচড়ে গেল।

শনিবার লাইভে আসেন প্রিন্স মামুন। প্রথমেই জীবনের অশান্তি নিয়ে কথা বলেন তিনি। মামলা তুলে নেয়ার কথা বলে মামুন জানতে চান, কী অপরাধে মামলা ঝুলিয়ে রেখেছেন লায়লা। লায়লার জন্য মাদক নিয়েছেন, জীবন ধ্বংস করেছেন। এমন অভিযোগ তুলেন মামুন। লায়লাকে হিটলার বলে সম্বোধন করেন তিনি। বলেন, লায়লা ধর্ষনের ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছে তাকে।

লায়লার বাসায় এসে অকথ্য ভাষায় গালি গালাজ করেন মামুন। ডিভোর্সি বলে চরম অপমান করেন তিনি। লায়লার অতীত নিয়ে প্রশ্ন তুলেন মামুন। অভিযোগ করেন, তাকে বাসায় ডেকে এনে অজ্ঞান করে তার মুঠোফোন থেকে গোপন তথ্য চুরি করেন লায়লা। কিন্তু লায়লা মামুনের সব অভিযোগ অস্বীকার করেন। বলেন, মামুন নিজেই এসেছেন লায়লার বাসায়। তর্কের একপর্যায়ে বাসা থেকে বের হয়ে যেতে বলেন মামুনকে। সাংবাদিকদের ফোন করে আসতে বলা হয়। এর আগে মামুনের গোপন ভিডিও ভাইরাল করে দেন লায়লা।

সেই ভিডিও দেখে নেটিজেনরাও কথা বলছেন। তারা মামুন লায়লাকে নিয়ে নানা মন্তব্য করছেন। দ্রুত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান তারা। এ নাটকের সমাপ্তি চান নেটিজেনরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top