সালমান খান ভারতের প্রথম বোনমেরো ডোনার!
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫, ১৮:০০

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ২০১০ সালে মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি ছিলেন ভারতের প্রথম অস্থিমজ্জা বা বোনমেরো ডোনার । সেই সময় পূজা নামের এক শিশুর জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। সংবাদপত্রের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে সালমান খান তার ফুটবল টিম নিয়ে এগিয়ে আসেন । কিন্তু দুর্ভাগ্যবশত, তাঁরা সবাই শেষ মুহুর্তে পিছিয়ে যান। তবে সালমান খান এবং তাঁর ভাই আরবাজ খানও পিছিয়ে যান নি । ভাইজান নিজের অস্থিমজ্জা দান করেন। এর ফলে শিশুটির জীবন রক্ষা পায়।সালমান খানের এই উদার কাজের জন্য অনেকেই তাকে "ভাইজান" বলে সম্বোধন করেন ।
এই তারকার অস্থিমজ্জা দানকে ভারতের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হয়। শুধু তাই নয়, সালমান খানের এই উদার উদ্যোগের পর দেশে আরও অনেক মানুষ অস্থিমজ্জা দানে অনুপ্রাণিত হয়েছেন।সালমান খানের এ উদাহরণ প্রমাণ করে—জনপ্রিয়তা শুধু বিনোদনে সীমাবদ্ধ নয়, বরং মানবতার সেবায়ও তা অনন্য অবদান রাখতে পারে।
বিষয়: newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।