ব্যবসায়ী বাশারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ববি, অডিও ফাঁস!
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৪:২৫
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি একসময় ব্যস্ত ছিলেন অভিনয়জগতে। তবে এখন অনেকটাই নিরব এই অভিনেত্রী। কাজ থেকে কিছুটা দূরে থাকলেও তিনি নিয়মিত আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন ববি। প্রযোজক ও পরিচালক সাকিব সনেটের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই নতুন করে বিতর্কে জড়ান এই অভিনেত্রী।
এরপরই ববি ও এক ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশার-এর কথোপকথনের একটি অডিও ক্লিপ ফাঁস হয় সামাজিক মাধ্যমে। ফাঁস হওয়া অডিওতে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত মেলে। সেখানে ববি বাশারকে ভালোবাসেন বলে একাধিকবার উল্লেখ করেন। কথোপকথনে দুজনের মধ্যে কিছু বিষয় নিয়ে তর্ক-বিতর্কও শোনা যায়।
তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ববি। তিনি দাবি করেছেন, ফাঁস হওয়া অডিওটি পুরনো এবং তা সম্পাদনা করে ছড়ানো হয়েছে। তার ভাষায়,
“এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথা জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। কেউ ইচ্ছাকৃতভাবে এসব অডিও কেটে ফেসবুকে ছড়িয়েছে।”
নায়িকা আরও বলেন, কেউ হয়তো ষড়যন্ত্র করে অহেতুক তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে এসব করেছে।
বর্তমানে ববি অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও তিনি জানান, নতুন কিছু কাজের প্রস্তুতি নিচ্ছেন এবং শিগগিরই নতুন চমক নিয়ে পর্দায় ফিরবেন।
ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।