মুক্তি পেল মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম সিনেমা ‘দেলুপি’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৫:৪৫
চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম সিনেমা ‘দেলুপি’ মুক্তি পেয়েছে। শুক্রবার খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হয়। পাশাপাশি খুলনার জেলা শিল্পকলা একাডেমিতে আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর প্রতিদিন চারটি করে বিশেষ শো আয়োজন করা হবে। দেশের সকল প্রেক্ষাগৃহে সিনেমাটি ১৪ নভেম্বর থেকে মুক্তি পাবে।
এর আগে, সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয় খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ে। প্রিমিয়ার শোতে গ্রামের স্কুল মাঠ যেন এক উৎসবমুখর মেলায় রূপান্তরিত হয়।
মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, “আমরা চাইছি, এই অঞ্চলের মানুষই প্রথমে সিনেমা দেখুক। তাদের জন্য প্রিমিয়ার আয়োজন করেছি। এই এলাকার মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্ক থেকে অনুপ্রাণিত হয়ে ‘দেলুপির’ গল্প লেখা হয়েছে। আশা করি এটি দেশের সকল স্তরের মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে। স্থানীয় মানুষের ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।”
তাওকীর ইসলামের আগে ২০২২ সালে ‘শাটিকাপ’ এবং ২০২৪ সালে ‘সিনপাট’ নামে দুইটি ওটিটি সিরিজ আলোচনায় আসে। নতুন সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।