শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

কাস্টিং ডিরেক্টরের অশালীন আচরণ নিয়ে মুখ খুললেন মৌনী রায়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৬:৫৪

সংগৃহীত

বলিউডে কাস্টিং কাউচ কোনো নতুন বিষয় নয়—তবু এবার এই ‘ওপেন সিক্রেট’ নিয়েই মুখ খুললেন বলিউডের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি একটি পডকাস্টে এসে তিনি নিজের কেরিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া এক অশালীন অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন।

মৌনী বলেন, “বলিউডে বড় কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি। তবে কেরিয়ারের একদম শুরুতে এক বিজ্ঞাপনের কাস্টিং ডিরেক্টর এমন ব্যবহার করেছিলেন, যা আজও ভুলতে পারিনি।”

তিনি জানান, “এক বিজ্ঞাপনের শুটের জন্য একটি দৃশ্য বোঝাচ্ছিলেন পরিচালক, যেখানে নায়িকা সুইমিং পুলে ডুবে যাচ্ছিল। নায়ক তাকে বাঁচাতে গিয়ে মাউথ-টু-মাউথ রেসকিউ ব্রেথ দেয়—এমন দৃশ্য ছিল। সেই দৃশ্য বোঝাতে গিয়ে তিনি সত্যিই আমাকে মাটিতে ফেলে মুখে মুখ ঢুকিয়ে দেন। পুরো ঘটনাটা ছিল ভয়ংকর, আমি কাঁদতে শুরু করেছিলাম। আজও যখন মনে পড়ে, বিরক্ত লাগে।”

টেলিভিশন থেকে ক্যারিয়ার শুরু করা মৌনী রায় ‘নাগিন’, ‘কিউকি সাস ভি কভি বহু থি’, ‘দেব কা দেব মহাদেব’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর ২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

মৌনীর বক্তব্যে আবারও সামনে এলো বলিউডের কাস্টিং কাউচ বাস্তবতা, যা নিয়ে অনেকেই এখনও মুখ খুলতে ভয় পান।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top