নিজের গোঁফের রহস্য ফাঁস করলেন শাকিব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৭:১৯
ঢালিউডের সুপারস্টার শাকিব খান আবারও নিজেকে নতুনভাবে উপস্থাপন করলেন বড় পর্দায়। তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এ দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক রূপে— ঘন গোঁফ, দৃঢ় দৃষ্টি আর দেশপ্রেমে উদ্বুদ্ধ এক যোদ্ধার চরিত্রে।
এই সিনেমায় শাকিব খানের নতুন লুক নিয়েই চলছে ভক্তদের কৌতূহল। বিশেষ করে তার গোঁফকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। তবে অনেকের ধারণা ভেঙে দিয়ে শাকিব জানালেন, গোঁফটি নকল নয়, আসলই!
গত ৭ নভেম্বর রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাকিব খান নিজেই জানান,
“আমার গোঁফ নিয়ে অনেকেই জানেন না— এটা আসল! ভক্তরা দারুণভাবে গ্রহণ করেছে আমার এই লুক।”
তিনি হাসতে হাসতে আরও বলেন,
“শুটিং শেষে মেকআপম্যানদের মাঝেমধ্যে মজা করে বলি— আমার গোঁফটা খুলে দাও। তারা কিছুক্ষণ টানাটানি করে বলে, ‘আরে এটা তো আসল!’ তখন আমি খুব উপভোগ করি।”
সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় দেশপ্রেমিক এক যোদ্ধার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে, যিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করবেন।
অ্যাকশন-ড্রামা ঘরানার ‘সোলজার’-এ শাকিবের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।