মেহজাবীনের বিরুদ্ধে মামলা করা আমিরুল সম্পর্কে যা জানা গেল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১১:৪৮
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। রোববার (১৬ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালতের বিচারক আফরোজা তানিয়া।
মামলাটি দায়ের করেন রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদির নামাপাড়ার বাসিন্দা আমিরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিচয়কে কেন্দ্র করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন ও তার ভাই নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার কথা বলে তাকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। কিন্তু পরবর্তী সময়ে কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু না করে বারবার সময়ক্ষেপণ করা হয়।
অভিযোগে আরও উল্লেখ আছে, পাওনা টাকা চাইতে গেলে ১১ ফেব্রুয়ারি বিকেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডাকা হয়। সেখানে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমিরুল ইসলামকে গালিগালাজ করেন এবং হুমকি দেন—ঘরের সামনে দেখা গেলে হত্যার মতো ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করা হবে।
ঘটনার সমাধানে ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এরপর আমিরুল ইসলাম ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতে হাজিরার নির্ধারিত তারিখে আসামিরা না আসায় গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন দাবি করেছেন, তিনি বাদীকে চেনেন না এবং ঘটনাটি তার বিরুদ্ধে হয়রানিমূলক।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।