বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান:

রাফসান সাবাব ও জেফার রহমানের বিয়ের ঘোষণা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৪:২৭

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের গুঞ্জন আর ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটলো। অবশেষে এক ছাদের নিচে বসবাসের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত এই তারকা জুটির প্রেম এবার পরিণয়ে রূপ নিলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব। বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন,

‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।’

রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা ছিল অনেক দিন ধরেই। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের কৌতূহল বাড়ালেও বিষয়টি বরাবরই ব্যক্তিগত রেখেছিলেন তারা। বিয়ের এই ঘোষণার মধ্য দিয়ে সেই রহস্যের পর্দা নামালেন এই তারকা দম্পতি।

খবরটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি। সহকর্মী শিল্পী, পরিচিত মুখ ও সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।

রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট ও শো উপস্থাপনার মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী ও ফ্যাশন সেন্স দিয়ে তরুণ প্রজন্মের হৃদয় জয় করেছেন। দুই ভিন্ন জগতের দুই সফল মানুষের এই নতুন পথচলা বিনোদন জগতে যোগ করলো এক নতুন মাত্রা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top