অন্তরঙ্গ মুহূর্তে নেটদুনিয়ায় উত্তাপ, যশের প্রতিক্রিয়া কেমন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৭:২৭
দক্ষিণী মেগাস্টার যশ অভিনীত আসন্ন সিনেমা ‘টক্সিক’ ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। ছবির বিষয়বস্তু ও উপস্থাপনাকে ঘিরে দর্শক ও সমালোচকদের মধ্যে বিভাজন স্পষ্ট।
বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হলো ট্রেলারের একটি দৃশ্য, যেখানে রণক্ষেত্রের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই যশের সঙ্গে এক নারীর অতিঘনিষ্ঠ মুহূর্ত দেখানো হয়েছে। দর্শকদের একাংশ প্রশ্ন তুলেছেন, এই যৌনঘনিষ্ঠ দৃশ্যটি কেন রাখা হয়েছে এবং এটি কি শুধুই দর্শক টানার কৌশল নয়। সমালোচকদের একাংশের দাবি, দৃশ্যটি নারীবিদ্বেষী দৃষ্টিভঙ্গিকেই উসকে দেয়। কেউ কেউ অনলাইন থেকে এই দৃশ্য সরানোর দাবি তুলেছেন।
এই বিতর্কের মধ্যে নতুন করে ভাইরাল হয়েছে যশের একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি বলেছিলেন,
“আমি এমন কোনো দৃশ্যে অভিনয় করব না, যা আমি আমার বাবা-মায়ের সঙ্গে বসে দেখতে পারব না।”
ট্রেলারের বর্তমান দৃশ্যের সঙ্গে এই মন্তব্যের সাংঘর্ষিকতাকে সামনে এনে নেটিজেনদের একাংশ যশকে ‘দ্বিমুখী’ হিসেবে আক্রমণ করেছেন। তবে পাল্টা যুক্তি রয়েছে—যশের ভক্তদের মতে, সময়ের সঙ্গে শিল্পীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন স্বাভাবিক। এছাড়া অনেকের দাবি, পুরো সিনেমা না দেখেই শুধুমাত্র একটি দৃশ্যের ভিত্তিতে বিচার করা অনুচিত।
ছবিতে যশের বিপরীতে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে বেয়াট্রিজ টফেনবাককে। এছাড়া সিনেমাটিতে রয়েছেন কিয়ারা আদভানী, নয়নতারা, রুক্মিণী, তারা সুতারিয়া, হুমা কুরেশি এবং নওয়াজউদ্দীন সিদ্দিকী।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।