সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

দাবাং ট্যুরে সালমান-তামান্নার যৌথ নাচে বিতর্ক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৩:২৫

সংগৃহীত

দোহারের ঝলমলে আলোর মাঝে জমজমাট আয়োজন করা ‘দাবাং ট্যুর’-এ বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার যৌথ নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে দর্শকদের বিনোদনের আশা পূরণ হওয়ার বদলে ভিডিওটি তৈরি করেছে সমালোচনার ঝড়।

ভিডিওটিতে দুজনকে ‘দিল দিয়া গাল্লা’ গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। নেটিজেনদের একাংশ সালমানের রোম্যান্টিক অঙ্গভঙ্গিকে অস্বস্তিকর হিসেবে মন্তব্য করেছেন। রেডিটের একটি থ্রেডে দেখা গেছে, অনেকে লিখেছেন: ‘খুবই অস্বস্তিকর’, ‘দেখতে লজ্জা লাগছে’, ‘ক্রিঞ্জ প্রো ম্যাক্স’, ‘তামান্না বিব্রত মনে হচ্ছে’ ইত্যাদি।

তবে এই অনুষ্ঠানে সালমানের সঙ্গে উপস্থিত ছিলেন আরও সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মনীশ পাল। মঞ্চে তিনি তার জনপ্রিয় গান যেমন জানে জানা, জুম্মে কি রাত (কিক), পাণ্ডে জি সিটি (ডাবাং), সজন রেডিও (টিউবলাইট)–সহ একাধিক হিট সাউন্ডট্র্যাকে পারফর্ম করেছেন।

যদিও দর্শকদের বিনোদন দেওয়ার লক্ষ্য ছিল, কিন্তু ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বদলে নেটিজেনদের মধ্যে বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top