১৩ বছর বয়সের আগে শিশুকে স্মার্টফোন দেওয়া বিপজ্জনক: গবেষণা
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২২
নতুন গবেষণায় উঠে এসেছে, ১৩ বছরের আগে শিশুকে স্মার্টফোন দেওয়ার ফলে তাদের ঘুমের ব্যাঘাত, স্থূলতা এবং বিষণ্নতার ঝুঁকি বৃদ্ধি পায়। পড়াশোনা, যোগাযোগ বা বিনোদনের জন্য আজকাল অনেক পরিবারেই শিশুদের হাতে খুব ছোট বয়সেই ফোন চলে আসে।
গবেষকরা শৈশব ও কৈশোরের মধ্যবর্তী সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, এ মাসের শুরুতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স’ জার্নালে।
বিশেষজ্ঞের মন্তব্য:
গবেষণাটি পরিচালনা করেছেন র্যান বারজিলে, ‘ফিলাডেলফিয়া চিলড্রেন’স হাসপাতালের শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রের ২১টি অঞ্চলের সাড়ে দশ হাজার শিশুদের তথ্য বিশ্লেষণ করেছেন।
গবেষণায় দেখা গেছে, যারা ১২ বছর বয়সে ফোন পেয়েছে তাদের মধ্যে:
-
ঘুমের সমস্যা: ৬০% বেশি
-
স্থূলতা বা অতিরিক্ত ওজন: ৪০% বেশি
তাদের মানসিক স্বাস্থ্যেও প্রভাব পড়েছে; বিষণ্নতা, উদ্বেগ ও অপর্যাপ্ত ঘুমের ঝুঁকি বেশি দেখা গেছে। গবেষকরা উল্লেখ করেছেন, বয়ঃসন্ধির শুরুতে স্মার্টফোনের সঙ্গে মানসিক ও শারীরিক সমস্যার সরাসরি সম্পর্ক রয়েছে। তারা রাষ্ট্রীয় নীতিমালা বা আইন প্রণয়নের সুপারিশ করেছেন।
আন্তর্জাতিক প্রেক্ষাপট:
-
অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকটক ও ইনস্টাগ্রামসহ সব সামাজিক মাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করেছে।
-
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য (আরকানস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, লুইসিয়ানা, মিসিসিপি, ওহাইও, টেনেসি) শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে মা-বাবার অনুমতি বাধ্যতামূলক করেছে।
-
শিকাগোর সাবেক মেয়র রাহম ইমানুয়েল শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারকে জনস্বাস্থ্য সংকট হিসেবে বর্ণনা করেছেন।
টিকটক কোম্পানির পরিবর্তন:
এ মাসের শুরুতে মার্কিন অংশীদারিত্ব বিক্রির জন্য টিকটক চুক্তি স্বাক্ষর করেছে। এখন মার্কিন বিনিয়োগকারী কোম্পানি ওরাকল, সিলভার লেইক ও আবুধাবিভিত্তিক কোম্পানি এমজিএক্স ৪৫% মালিকানা পাবে, বাকিরা থাকবে বাইটড্যান্স ও এর বর্তমান বিনিয়োগকারীদের হাতে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।