মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

অনলাইনজুড়ে সমালোচনার মুখে অভিনেত্রী অনন্যা গুহ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৬

সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ভারতীয় তরুণ অভিনেত্রী অনন্যা গুহ। তাঁর প্রাক্-বিয়ের রঙিন মুহূর্তগুলো এখন যেন বড়সড় বিতর্কের কেন্দ্রবিন্দু। কখনো আইবুড়ো ভাতের রীতি মেনে হাসিমুখে পোজ, কখনো আবার বিদেশি ধাঁচের জমকালো ব্যাচেলরেট পার্টি—সব মিলিয়ে তাঁর প্রতিটি ছবি ও ভিডিও অনলাইনে নতুন করে আগুন জ্বালাচ্ছে। আর এই রঙিন উদ্‌যাপনের মাঝেই উঠে এসেছে তীক্ষ্ণ প্রশ্ন—“এ যুগে মাত্র ২১ বছরেই কেন বিয়ে?”

ভারতীয় গণমাধ্যমের খবর, অনন্যা ইতোমধ্যেই বিয়ের কেনাকাটা শুরু করেছেন। ইউটিউব ও ফেসবুক ভ্লগে নিয়মিত শেয়ার করছেন গহনা কেনা থেকে শুরু করে অন্যান্য প্রস্তুতির ভিডিও। জনপ্রিয়তার দৌলতে এসব কনটেন্ট পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। তবে দর্শকের একাংশ এতে বিরক্ত। অনেকে মন্তব্য করছেন, “অল্প বয়সেই অতিরিক্ত পরিণত হওয়ার চেষ্টা।”

সমালোচনা নিয়ে মুখ খুলেছেন অনন্যা নিজেই। তিনি বলেন, “সুকান্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর এক সপ্তাহের মধ্যেই বুঝেছিলাম— তিনিই আমার জন্য সঠিক মানুষ। যাঁরা বেশি বয়সে বিয়ে করার পরামর্শ দিচ্ছেন, তাঁরা হয়তো কম বয়সে ঠিক সঙ্গীটি খুঁজে পাননি বলেই এমন বলেন। আমার কাছে বিয়ে কোনো দায়িত্ব নয়, বরং দুই বন্ধুর একসঙ্গে থাকা, হাসি-আনন্দ ভাগ করে নেওয়া।”

ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত অনন্যা। কাজের চাপে দায়িত্ব নেওয়ার অভ্যাসও তৈরি হয়েছে অল্প বয়সেই। তাই বয়স নিয়ে কটাক্ষকারীদের উদ্দেশে তাঁর সোজাসাপ্টা বক্তব্য—“আমি কারও কথাকে গুরুত্ব দিতে রাজি নই।”

জানা গেছে, ২০২৬ সালের মার্চ মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন অনন্যা। পাশাপাশি খুব শিগগির শুরু করবেন নতুন ধারাবাহিকের শুটিংও।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top