টুইঙ্কলের মন্তব্যের পাল্টা জবাব দিলেন হুমা কুরেশি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৪

সংগৃহীত

বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না ও কাজল-এর সাম্প্রতিক টক শো ‘টু মাচ’ নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শো-তে সম্পর্কের ‘প্রতারণা’ বা পরকীয়ার সংজ্ঞা নিয়ে তাদের করা মন্তব্য নতুন বিতর্কের সূত্রপাত করেছে।

কয়েকদিন আগে শো-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর এবং করণ জোহর। আলোচনার এক পর্যায়ে কাজল ও টুইঙ্কল একমত হয়ে দাবি করেন, শারীরিক সম্পর্ক নয় বরং মানসিকভাবে কাউকে ঠকানোই আসল প্রতারণা। তাদের মতে, সঙ্গী যদি অন্য কারও সঙ্গে সহবাস করলেও, মানসিক প্রতারণার তুলনায় তা কম গুরুতর।

তবে এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতারণার কোনো ভাগ হয় না। হুমা বলেন,

“কেউ যদি সঙ্গী থাকা সত্ত্বেও অন্য কারও সঙ্গে সহবাস করেন, সেটাও প্রতারণা। আবার কেউ সঙ্গীকে মিথ্যা বললেও সেটা প্রতারণা।”

সম্পর্কের ক্ষেত্রে নিজেকে ‘ওল্ড স্কুল’ বা পুরনো ধাঁচের বলেও দাবি করেছেন হুমা। তার ভাষ্যে,

“আমি ভালোবাসার ক্ষেত্রে ওল্ড স্কুল। তাই প্রতারণা নিয়ে এমন কোনো ভাবনা নেই আমার। আমি খুবই পজেসিভ। সঙ্গী আমাকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করলে, আমি সেটা মেনে নিতে পারব না। বরং একা থাকব।”

হুমার এই মন্তব্য শো-তে আগত অভিনেত্রীদের বিতর্কিত বক্তব্যের সঙ্গে এক প্রকার পাল্টা বার্তা হিসেবে দেখা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top